22 C
Agartala

ফের বিমান বিভ্রাট ।এবারও নাম জরালো এয়ার ইন্ডিয়ার।

Published:

ফের বিমান বিভ্রাট ।এবারও নাম জরালো এয়ার ইন্ডিয়ার। কেবিনে পোড়া গন্ধের জেরে মাঝ আকাশ থেকেই মুম্বাইতে ফিরলো চেন্নাই গামী একটি বিমান। শনিবার এই ঘটনাটি প্রকাশ্যে এলো। এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ বিমানটি মুম্বাই থেকে চেন্নাই এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝ আকাশে আচমকা বিমানের কেবিন থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় বিমানের মধ্যে। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যোগাযোগ করা হয় মুম্বাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই ফের উরানটি মুম্বাইতে ফিরে অবতরন করলো।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -