ডোনাল্ড ট্রাম্প সাফল্যের বুক বাজালেও বাস্তবে মার্কিন হামলায় ইরানের বিশেষ কোনও ক্ষতিই হয়নি। সম্প্রতি পেন্টাগনের এমনই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। গোপন এই রিপোর্ট আসতেই তেলেবেগুনে জ্বলে উঠলে মার্কিন প্রেসিডেন্ট। এই রিপোর্টকে মিথ্যা ও দেশকে দুর্বল করার ষড়যন্ত্র বলে দাবি করলেন তিনি। রিপোর্টে দাবি করা হয়, মার্কিন বাঙ্কার ব্লাস্টার বোমায় ইরানের পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে ঠিকই, তবে তাতে ইরানের পারমাণবিক প্রকল্প কয়েক মাস পিছিয়ে যাওয়া ছাড়া খুব বিশেষ ক্ষতি হয়নি। এদিকে মার্কিন হামলার আগেই অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে ইরান। যা দিয়ে তৈরি হতে পারে ১০টি পরমাণু বোমা। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে ট্রাম্পের দাবি নিয়ে। এর পালটা সোশাল মিডিয়ায় তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘সিএনএন ও নিউইয়র্ক টাইমস শুধু মিথ্যা ছড়াচ্ছে না। এই ধরনের প্রতিবেদন দেশকে দুর্বল করার ষড়যন্ত্র।
ডোনাল্ড ট্রাম্প সাফল্যের বুক বাজালেও বাস্তবে মার্কিন হামলায় ইরানের বিশেষ কোনও ক্ষতিই হয়নি।
Published:
advertisement
পরবর্তী খবর
- Advertisement -
