রবিবার সকালে হরিদ্বারের প্রাচীন ও জনপ্রিয় মনসাদেবী মন্দিরে পুজো দিতে এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন বহু পুণ্যার্থী। প্রচণ্ড ভিড় এবং হঠাৎ হুড়োহুড়ির জেরে মন্দিরের সিঁড়িতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মন্দিরটি পাহাড়ের কোলে অবস্থিত এবং সেখানে পৌঁছাতে হয় সরু সিঁড়ি বেয়ে। সকালে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের মাঝে আচমকা শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের উপর পড়ে যেতে থাকেন অনেকে, এবং বিশৃঙ্খলা আরও বাড়ে যখন কিছু মানুষ তাঁদের গা বাঁচিয়ে মন্দিরে পৌঁছোনোর চেষ্টা করেন।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, “উদ্ধারকাজ চলছে এবং সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, অ্যাম্বুল্যান্সের আনাগোনা ও আহতদের উদ্ধার করার চিত্র।

