20 C
Agartala

বিশ্বকাপের সেমিতে ভারত, স্মৃতি-প্রতিকার শতরানে নি‌উ জ়িল্যান্ডকে ৫৩ রানে দুরমুশ করলেন হরমনপ্রীতেরা

Published:

নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসাবে মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউয়িদের ৫৩ রানে (ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে) হারালেন হরমনপ্রীত কৌরেরা। ৪৯ ওভারে ভারত ৩ উইকেটে ৩৪০ রান তোলার পর নিউ জ়িল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। শেষ পর্যন্ত নিউ জ়িল্যান্ড করে ৮ উইকেটে ২৭১ রান।এ দিনের জয়ের পর ছয় ম্যাচে ভারতের পয়েন্ট হল ৬। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের ছয় ম্যাচে পয়েন্ট চার। লিগ পর্বের শেষ ম্যাচে ভারত হারলে এবং কিউয়িরা হারলে দু’দলই শেষ করবে ৬ পয়েন্টে। কিন্তু বেশি ম্যাচ জেতার সুবাদে শেষ চারে জায়গা নিশ্চিত করে নিল ভারত। কারণ হরমনপ্রীতদের জয়ের সংখ্যা তিন। নিউ জ়িল্যান্ড শেষ ম্যাচ জিতলেও তাদের জয়ের সংখ্যা হবে ২। লিগ পর্বে ভারতের পক্ষে প্রথম তিন দলের মধ্যে থাকা সম্ভব নয়। হরমনপ্রীতেরা চার নম্বরেই থাকবেন। কারণ তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৯ পয়েন্টে পৌঁছে গিয়েছে আর ভারত শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮ পয়েন্টে পৌছোবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবে, তা নিশ্চিত নয়। স্বাভাবিক ভাবেই সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে ২৯ এবং ৩০ অক্টোবর।।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -