নিউ জ়িল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। শেষ চারে তারা কাদের বিরুদ্ধে খেলবে তা ঠিক হয়ে গেল শনিবার। একপেশে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এ দিন সাত উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে তারাই শেষ করবে। ভারত যদি রবিবার বাংলাদেশকে হারায় তা হলেও তারা চার নম্বরেই থাকবে। সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সেমিফাইনালে খেলতে হবে ভারতকে। আগামী ৩০ অক্টোবর নবী মুম্বইয়ে হবে ম্যাচ।অস্ট্রেলিয়া যে ছন্দে রয়েছে তাতে ভারতের চিন্তা বেড়ে যাওয়ারই কথা। কোনও প্রতিপক্ষকেই দাঁড়াতে দিচ্ছে না তারা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রান তুলেও হেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা হলে তবু চিন্তা কমত হরমনপ্রীত কৌরদের। কিন্তু চিরশত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলতে হচ্ছে ভারতকে।

