রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে এই ম্যাচকে বিশেষ কিছু না ভেবে অন্য যে কোনও ম্যাচের মতোই দেখছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর।প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত বলেন, “আমরা ভারত–পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সবসময়ই এই ম্যাচের অংশ হতে চেয়েছি। কিন্তু এখন এটাকে অন্য কোনও ম্যাচের মতোই দেখি। আমাদের পুরো মনোযোগ ক্রিকেটেই।”অন্যদিকে, ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা জানিয়েছেন, “ভারত–পাকিস্তান ম্যাচের আবহ সবসময়ই আলাদা। স্টেডিয়াম ভর্তি থাকে, দর্শকদের উৎসাহ অন্য রকম। এই চাপই আমাদের আরও ভাল পারফর্ম করতে সাহায্য করে।”অলরাউন্ডার দীপ্তি শর্মা বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে নামলে সবসময় সতর্ক থাকতে হয়। ম্যাচের গুরুত্ব ও উত্তেজনা সবসময় আলাদা। আমরা প্রস্তুত।”ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, দলকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে আবেগ নয়, মনোযোগ শুধুই খেলায় রাখার। তাঁর কথায়, “ক্রিকেটে নজর দেওয়াই সবচেয়ে জরুরি। বিশ্বকাপ বড় টুর্নামেন্ট, সামনে আরও ম্যাচ আছে। আমরা চাই, মেয়েরা নিজেদের সেরাটা দিক।”এদিকে, পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা পুরনো ভারত-পাকিস্তান দ্বৈরথের স্মৃতি স্মরণ করে বলেছেন, তাঁরা এবার প্রতিশোধ নয়, সম্মানের লড়াইয়ের মনোভাবেই মাঠে নামবেন।উল্লেখযোগ্যভাবে, গত এশিয়া কাপে তিনটি ম্যাচে ভারতীয় দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি। এই ম্যাচে সেই দৃশ্য দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

