15.2 C
Agartala

ত্রিপুরা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অংশগ্রহণ করলেন জাতীয় পর্যটন সম্মেলনে

Published:

কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজস্থানের উদয়পুরে দুই দিনব্যাপী জাতীয় পর্যটন মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সম্মেলনে অংশগ্রহণ করেন।কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী টেকসই পর্যটন, ডিজিটাল রূপান্তর ও প্রতিটি রাজ্যের পর্যটন গন্তব্যের প্রচার নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহযোগিতা জোরদার করার দিক নিয়ে আলোচনা করেছে। লক্ষ্য হলো, ভারতকে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন:কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত,পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া,রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী দিয়া কুমারী,বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল, সকল রাজ্যের পর্যটনমন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -