15.2 C
Agartala

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপিত

Published:

মনোজ্ঞ অনুষ্ঠানে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ আজ, রবিবার বিকেলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের পাশাপাশি অভিনব এক উদ্যোগের বাস্তবায়ন ঘটিয়ে জেআরসি-র সদস্যরা ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ২০২০ সালে সাংবাদিকদের বিনোদন কল্পে বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠান আয়োজনকে পাথেয় করে গড়ে ওঠা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব সম্প্রতি ৬ বছরে পদার্পণ করেছে। এই সময়ের মধ্যে জেআরসি-র সদস্যরা শতাধিক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার পাশাপাশি সমস্ত সাংবাদিক বান্ধব ক্রিয়া-কলাপে জড়িয়ে থাকা এবং সামাজিক কর্মকান্ডে আত্মনিয়োগ করেছেন। এবছর রাজ্যের বিভিন্ন ক্রিকেট মাঠ এবং ফুটবল মাঠে কর্মরত গুণী কর্মী তথা গ্রাউন্ডস্-ম্যানদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। ‌ অনুষ্ঠানে সম্মানীয় ও বিশেষ অতিথি হিসেবে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সম্পাদক রমাকান্ত দে, সিনিয়র ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী, প্রখ্যাত ডাক্তার ও সমাজসেবী রণবীর রায় প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ। স্বাগত ভাষণ রাখেন সাধারণ সম্পাদক অভিষেক দে। জেআরসি-র সহ-সভাপতি অনির্বাণ দেব, সহ-সম্পাদক অভিষেক দেববর্মা, কোষাধ্যক্ষ মেঘধন দেব, কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্য বিশ্বজিৎ দেবনাথ, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, প্রণব শীল, মৃদুল চক্রবর্তী, তাপস দেব, মিল্টন ধর, বিষ্ণুপদ বণিক, বাপন দাস, দিব্যেন্দু দে, মনোজিৎ দাস প্রত্যেকে মাঠের গুণী কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করেন। ক্রিকেট মাঠে গুণী কর্মী হিসেবে স্বপন কুমার দে, অলক সরকার, জীবন ঘোষ, প্রণয়জিৎ সাহা, প্রদীপ কুমার সাহা, দেবাশীষ বণিক, রূপক দে, শুভঙ্কর দেবনাথ, বিক্রম সরকার, প্রদীপ দাস, প্রণব রায়, লিটন দাস, বিনয় সাহা, পীযূষ বিশ্বাস, সুভাষ রুদ্রপাল, ইন্দ্রজিৎ বিশ্বাস, রবীন্দ্র নমঃ, গৌতম পাল, সুবল দেবনাথ, বিদ্যুৎ নাগ, রতন বর্ধন, বিশ্বনাথ বর্মন, অভিজিৎ কর, নারায়ণ সরকার, রামপ্রসাদ সরকার, সাধন দেবনাথ, লিটন দেবনাথ, বিমল দাস, সুজিত চৌধুরী, দীপক ভদ্র, মণীন্দ্র সরকার, গৌতম বর্ধন, স্বপন সরকার, সুবোধ দেব, সঞ্জু ঘোষ, সত্যজিৎ চৌধুরী, রতন পাটারি, অনুপ দাস ও জয়নাল ভূঁইয়া এবং ফুটবল মাঠে গুণী কর্মী হিসেবে দুলাল চন্দ্র দেব, উত্তম সাহা, স্বপন দে, বিজয় ঋষি দাস, হারু দাস ও সুদীপ সরকার প্রত্যেকে এ ধরনের অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন। আপ্লুত কন্ঠে প্রত্যেকেই নিজ নিজ কাজে আরও আত্মনিয়োগের উৎসাহ পেয়েছেন বলে জানান। অনুষ্ঠান পরিচালনায় প্রখ্যাত সঞ্চালক শুভ্রজিৎ ভট্টাচার্য ওনার শব্দচয়নে অনুষ্ঠানে অন্য মাত্রা বয়ে এনেছেন। পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন সমাজসেবী সীমা দাশগুপ্তা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অমিত দেব, যুগ্ম সম্পাদক তপন সাহা, রেফারি এসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দেব প্রমূখ। সামগ্রিক অনুষ্ঠান সাফল্যমন্ডিতভাবে সম্পন্ন হওয়ায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -