বিশ্বব্যাংক সতর্ক করছে, কৃত্রিম মেধা (AI) আগামী দিনে বিশ্বব্যাপী চাকরির বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাদের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছ’টি দেশে চাকরির সাত শতাংশ AI প্রযুক্তি শোষণ করতে পারে।দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অনায়াসে প্রবেশ করেছে। প্রযুক্তিটি শুধু যান্ত্রিক কাজই করছে না, মানুষের মতো চিন্তা-ভাবনা এবং জটিল কাজও দক্ষতার সঙ্গে করছে। মুহূর্তের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, জরুরি মেল লেখা কিংবা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করাও এখন AI-এর দক্ষতার মধ্যে পড়ে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তিগত প্রবণতা শ্রমবাজারে বড় ধরনের অস্থিরতা এবং চাকরির রূপান্তর আনতে পারে। সরকারের পাশাপাশি শিক্ষাব্যবস্থা এবং শিল্প ক্ষেত্রকে প্রস্তুত থাকতে হবে, যাতে মানুষ এবং প্রযুক্তির মধ্যে সুষম সমন্বয় বজায় থাকে।

