জাতীয় সংসদের নির্বাচনে জিতে ক্ষমতা দখল করলে বাংলাদেশের মাটিতে প্রতিশোধের রাজনীতি করবে না বিএনপি। দলের তরফে ইতিমধ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনের টিকিট বিলি ঘিরে মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুগামীদের মধ্যেই প্রতিশোধস্পৃহার ভয়াবহ নমুনা দেখল রাজশাহী জেলার তানোর।বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদার উপদেষ্টা পরিষদের সদস্য শরিফউদ্দিনকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ওই আসনে মনোনয়ন-বঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির প্রধান সুলতানুল ইসলামের অনুগামীদের সঙ্গে শরিফ-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

