ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনূস।নিউ ইয়র্কে তিনি বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে। বৈঠকে আসন্ন নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।সরকারপ্রধান ইউনূস জানান, জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক মান বজায় রেখেই নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এ জন্য প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করা হয়েছে।

