22 C
Agartala

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস দমন অভিযানে শহিদ হলেন মুর্শিদাবাদের সেনা জওয়ান পলাশ ঘোষ

Published:


জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় চলা সন্ত্রাস দমন অভিযানের সময় তুষার ধসে নিহত হয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর-বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ। তিনি ভারতের সেনাবাহিনীর এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।সেনা সূত্রে জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর অভিযানের সময় পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ নিখোঁজ হন। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার করা হয়েছে পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক। কর্তব্যরত অবস্থায় তুষারধসে চাপা পড়ায় এ প্রাণান্তকর ঘটনা ঘটে।পলাশ ঘোষের পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, তাদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশের জন্য একটি অনন্য উদাহরণ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -