22 C
Agartala

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিহারবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

Published:

বিহার নির্বাচনে এন ডি এ শিবিরের বিরাট জয়। একক ভাবে সবচাইতে বড় দল বিজেপি। কিছুটা পিছিয়ে নীতিশ কুমারের জেডিইউ । তৃতীয় স্থানে আরজেডি। রামবিলাস পাসোয়ানের লোকজন শক্তিও ভালো ফলাফল করেছে। চরম শোচনীয় অবস্থা কংগ্রেসের । এনডিএ এর বিশাল জয়। অপরদিকে মহাজোটের মহা বিপর্যয় । ২৪৩ আসনের বিহার নির্বাচনে ম্যাজিক ফিগার ১২২। এনডিএ জোট ম্যাজিক ফিগার ছাড়িয়ে ডাবল সেঞ্চুরি হাঁকতে চলছে। একক ভাবে বিজেপি দল বিহার নির্বাচেনে সেঞ্চুরির কাছাকাছি। বিহারের এই ফলাফলে পশ্চিম বাংলায় উল্লসিত বিজেপি। একই অবস্থা ত্রিপুরাতে । আনন্দ উল্লাস আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে । এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং বিহারবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও। তিনি বলেন বিহারবাসী গুন্ডারাজ চায়নি। শান্তি এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তিনি আরো বলেন বিহারের যে তিনটি বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, সেই তিন আসনেও এনডিএ জোটের প্রার্থীরা জয়ী ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -