15.2 C
Agartala

৩২১১ দিন পর দেশের মাটিতে রাহুলের টেস্ট শতরান

Published:

চেন্নাইয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রানের ইনিংসের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন কেএল রাহুল। প্রায় ৮ বছর ৯ মাস (৩২১১ দিন) পর ঘরের মাঠে টেস্ট শতরান করলেন তিনি। দেশের মাটিতে এটাই তাঁর দ্বিতীয় শতরান এবং টেস্ট কেরিয়ারে মোট ১১তম।শতরান পূর্ণ করেই মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই ওয়ারিক্যানের বলে ক্যাচ দিয়ে আউট হন রাহুল (১০০)। ভারতের রান তখন ২১৮/৪। ওয়েস্ট ইন্ডিজের থেকে ৫৬ রানে এগিয়ে শুভমনদের ইনিংস এগিয়ে চলে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -