দেবী দুর্গার নিরঞ্জন যাত্রা উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হলো ‘মায়ের গমন–২০২৫’ (কার্নিভ্যাল)। মা দুর্গার বিদায় লগ্নে সমাজে নব উদ্দীপনা ও শক্তির সঞ্চার কামনায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।আগরতলার মহারানী তুলসীবতি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখে আয়োজিত এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, প্রদেশ সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য , এবং অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।রাজধানীজুড়ে এই কার্নিভ্যাল উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেবী দুর্গার বিদায়যাত্রাকে কেন্দ্র করে রাজপথে হাজারো মানুষ অংশ নেন, আর সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী আহ্বান জানান শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে।

