ত্রিপুরায় ফের রাজনৈতিক অস্থিরতা। রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।বুধবার রাজ্যে আসার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সায়নী ঘোষ, এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।আজ তারা ত্রিপুরায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা থাকলেও, অভিযোগ — বিমানবন্দর থেকে প্রতিনিধি দলকে নিতে আসা চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,“ত্রিপুরায় গণতন্ত্রকে পিষে ফেলার চেষ্টা চলছে। আমাদের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হচ্ছে। আমরা পায়ে হেঁটেই যাব ঘটনাস্থলে।”তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি ফের মাথাচাড়া দিচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।ঘটনা ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।

