15.2 C
Agartala

আগরতলা-করিমগঞ্জগামী ট্রেনের সঙ্গে মালবোঝাই গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

Published:

আগরতলা থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন আজ সকালে এসকে পাড়া এলাকায় এসে একটি মালবোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলগেটের কাছে গাড়িটি ট্র্যাকের উপর আটকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।সংঘর্ষের তীব্রতায় ট্রেনের সামনের অংশে আঘাত লাগে এবং গাড়িটিও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে যান এবং উদ্ধারকাজ শুরু হয়। যাত্রীদের মধ্যে কেউ গুরুতরভাবে আহত না হলেও বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়েন।দুর্ঘটনার ফলে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে রেল কর্তৃপক্ষের তৎপরতায় ট্র্যাক পরিষ্কার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -