বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনা এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই জেলারই দুই গ্রামের বাসিন্দাদের একাংশ দুর্গাপ্রতিমা বিসর্জনে যান স্থানীয় এক পুকুরে। ট্র্যাক্টর-ট্রলিতে চাপিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয়। অনেক গ্রামবাসীই প্রতিমার সঙ্গে ট্র্যাক্টর-ট্রলিতে করে বিসর্জনে যান। অন্তত ২০-২৫ জন ছিলেন ওই ট্র্যাক্টর-ট্রলিতে। বিসর্জনের পথে একটি পুকুরে কালভার্টের উপর সেটি রাখেন চালক। আচমকাই ট্র্যাক্টর-ট্রলিটি ভার বহন করতে না-পেরে পড়ে যায় পুকুরে।ঘটনা নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পুকুরে নামানো হয় ডুবুরি। পুলিশ সূত্রে খবর, জলে তলিয়ে গিয়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েক জন এখনও ট্র্যাক্টর-ট্রলির মধ্যে আটকে আছেন বলে আশঙ্কা করছেন পুলিশকর্তারা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা।

