পুজো শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যেই শহরের অধিকাংশ পুজোমণ্ডপে কাজ শেষ পর্যায়ে পৌঁছেছিল। চলছিল রঙের তুলির শেষ টান, আলো-সজ্জা জোড়া লাগানোর ব্যস্ততা। কিন্তু সোমবার রাতভর প্রবল বৃষ্টিতে সেই প্রস্তুতিতে ধাক্কা খেল শহরজুড়ে শারদোৎসব।কোথাও বানভাসি রাস্তায় হাঁটু জল ঢুকে পড়েছে প্যান্ডেলের ভিতরে, কোথাও আবার ভিজে গিয়ে ভেঙে পড়েছে মণ্ডপের একাংশ। কর্তাদের মাথায় হাত— কী করে এই অবস্থায় সময়মতো সাজসজ্জা শেষ হবে!আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও চিন্তায় ফেলছে পুজো উদ্যোক্তাদের। মঙ্গলবার সকালেও ঝিরঝিরে বৃষ্টি চলছিল। জানা গিয়েছে, বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। শহরবাসীর কাছে এ বারকার পুজো তাই যেমন আনন্দের, তেমনই চিন্তারও— নজিরবিহীন বৃষ্টিতে।

