15.2 C
Agartala

ডার্কওয়ার্থ–লুইস পদ্ধতিতে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

Published:

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে এক দিনের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে জয়ের সঙ্গেই থেকে গেল মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন।টস জিতে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। মেঘলা আবহাওয়ায় ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই সমস্যায় পড়েন। ওপেনার স্মৃতি মন্ধানা দ্রুত আউট হলেও প্রীতিকা রাওয়াল (৩৭) ও হারলিন দেওল (৪৮) পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ইনোকা রণবীরা এক ওভারে হারলিন, জেমাইমা রদ্রিগেজ ও হরমনপ্রীত কৌরকে ফেরালে ভারত চাপের মুখে পড়ে। একসময় ২ উইকেটে ১২০ থেকে নেমে যায় ৬ উইকেটে ১২৪।এই অবস্থায় দলকে ভরসা দেন অলরাউন্ডার দীপ্তি শর্মা (৫৩) ও আমনজ্যোৎ কৌর (৫৭)। তাঁদের সপ্তম উইকেটের ১০৩ রানের জুটিতে ভারত পৌঁছে যায় ২৬৯–এ। শেষদিকে স্নেহ রানা ১৫ বলে অপরাজিত ২৮ রান যোগ করেন।শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রণবীরা নেন ৪ উইকেট।জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৫.৩ ওভারে ২১১ রানে। তাদের লক্ষ্য ছিল ২৭১। চামারি আটাপাত্তুরা যদিও কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণে হার এড়ানো সম্ভব হয়নি।২ পয়েন্ট ঘরে তুললেও ভারতের ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা বিশ্বকাপ জয়ের পথে চিন্তা বাড়াল।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -