৪১ বছরে প্রথম বার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। চলতি এশিয়া কাপে তৃতীয় বার মুখোমুখি হবে দু’দল। বৃহস্পতিবারের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ ছিল সেমিফাইনাল। সেই ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারাল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাদেশকে। রবিবার এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে খেলতে নামবেন সলমন আলি আঘারা।দুবাইয়ের মাঠে পর পর দু’দিন ম্যাচ খেলতে হল বাংলাদেশকে। পর পর ম্যাচ খেলার ধকল পড়ল ক্রিকেটারদের শরীরে। পাশাপাশি ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারলেন না লিটন দাস। ফলে দলের সেরা ব্যাটারকে পেল না বাংলাদেশ। তার প্রভাব পড়ল দলের ব্যাটিংয়ে। বল ভাল করেও ম্যাচ জিততে পারল না তারা।

