15.2 C
Agartala

দুর্গাপূজার মহা অষ্টমীতে আগরতলা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

Published:

আজ মহা অষ্টমী। শারদীয়া দুর্গোৎসবের বিশেষ দিনে রাজধানী আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় কুমারী পূজা। ভক্ত ও সাধকদের উপস্থিতিতে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, মা দুর্গাকে জীবন্ত কুমারীর রূপে পূজা করার প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে রামকৃষ্ণ মিশনের সাধুগণ মহা অষ্টমীর পূর্ণ তিথিতে কুমারী পূজার আয়োজন করেন। এই পুজোয় এক কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আসন দেওয়া হয় এবং পূজা-অর্চনা সম্পন্ন হয়।রাজধানীসহ রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে ভিড় জমান। ভক্তদের মধ্যে উৎসাহ ও আবেগ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মিশন প্রাঙ্গণে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ধূপ-ধুনোর গন্ধে এক ভক্তিময় আবহ তৈরি হয়।কুমারী পূজা উপলক্ষে বিশেষ ধর্মীয় আলোচনা ও ভক্তিগীতি পরিবেশনও হয়। অনেকে জানান, মহা অষ্টমীর এই আচার তাঁদের মনে ভক্তি, শক্তি ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।শারদীয়ার মহাঅষ্টমীতে অনুষ্ঠিত এই কুমারী পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র হিসেবেও বিরাট তাৎপর্য বহন করে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -