আগতরলা পুর নিগমের দুর্গাপুজোর প্যান্ডেল রবিবার উদ্বোধন করলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনার ডি কে চাকমা সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।এইদিনই পুর কর্মচারী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমাজকল্যাণমূলক কর্মসূচি হিসেবে মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মহতী এই উদ্যোগে ডেপুটি মেয়রের পাশাপাশি কমিশনার ডি কে চাকমা ও পূজা কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার প্রশান্ত ভৌমিক সহ দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

