15.2 C
Agartala

জম্পুইহিলে সিপিআইএম ও তিপ্রা মথা ত্যাগ করে ৫৪ পরিবারের ১৫১ জন বিজেপিতে যোগদান

Published:

দুর্গাপূজার মৌসুমেও রাজনৈতিক দলবদল অব্যাহত। আজ ৫৯-নং পেচারথল বিধানসভার অন্তর্গত জম্পুইহিল মিনি মন্ডলের উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত থেকে স্থানীয় বিধায়িকা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা ৫৪ পরিবারের মোট ১৫১ জন ভোটারকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করান।যারা যোগ দিলেন, তারা এতদিন সিপিআইএম ও তিপ্রা মথা দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বক্তব্য, চক্রান্তকারী ও জনবর্জিত এই দলগুলিকে মানুষ আর গ্রহণ করছে না। উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী ভবিষ্যতের লক্ষ্যে সাধারণ মানুষ ক্রমশ বিজেপির দিকে ঝুঁকছে।মন্ত্রী সান্তনা চাকমা নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান এবং বলেন, রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -