বৃষ্টি বিঘ্নিত তৃতীয়ার সন্ধ্যাতেও জমজমাট রইল আগরতলার পূজো উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী এদিন শহরের একাধিক দুর্গাপূজা মন্ডপের উদ্বোধন করেন।তিনি প্রথমে মট চৌমুহনী এলাকার ফ্লাওয়ার্স ক্লাব-এর পূজো মন্ডপ উদ্বোধন করেন। এরপর যান শিবনগর মডার্ন ক্লাব, আমরা তরুণ দল, গ্র্যান্ডডিওস্ ক্লাব, সেন্ট রোড যুব সংস্থা এবং সবশেষে নেতাজি চৌমুহনীর নেতাজি প্লে সেন্টার-এর পূজো মন্ডপে।ফ্লাওয়ার্স ক্লাব ও শিবনগর আমরা তরুণ দল ক্লাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলার মেয়র দীপক মজুমদার।

