আগরতলা পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৪১ বছর বয়সেই জীবনের ইতি ঘটল এই জনপ্রিয় নেতার।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শোকপ্রকাশ করতে গিয়ে মেয়র বলেন, “অভিজিৎ ছিলেন কাজের মানুষ। মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। তাঁর মৃত্যু পুর নিগম ও শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি।”পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

