প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম জেলার পুরাতন আগরতলা ও জিরানিয়া কৃষি মহকুমার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।এদিন তিনি প্রথমে পুরাতন আগরতলা কৃষি মহকুমার বৃদ্ধনগর এলাকার পি.এম. কৃষাণ প্রকল্পের দুইজন সুবিধাভোগী কৃষকের বাড়িতে যান। তাদের সঙ্গে কথা বলে সরকারি প্রকল্পের সুবিধা ও আর্থিক অবস্থার উন্নতির খোঁজখবর নেন সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী সহ অন্যান্যরা।পরে তিনি জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিশ্রামবাড়ি ও পশ্চিম বড়জলার পি.এম-কুসুম প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জমি ঘুরে দেখেন। এই প্রকল্পে জল সেচের জন্য সৌরশক্তি চালিত দুই ঘোড়ার ক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হয়েছে। যার জন্য মোট ব্যয় হয় ৩ লক্ষ টাকা, কিন্তু কৃষকদের দিতে হয়েছে মাত্র ১৫ হাজার টাকা, বাকিটা সরকারি ভর্তুকি থেকে মিটেছে।সুবিধাভোগী কৃষকেরা জানান, এই প্রকল্পের ফলে সেচ সুবিধা সহজ হয়েছে, উৎপাদন ও আয় দুই-ই বেড়েছে। জিরানিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সৌমেন দাস সাংসদকে পুরো কার্যক্রম ঘুরিয়ে দেখান ও বিস্তারিত তথ্য দেন।

