শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র ত্রিপুরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতাবাড়িতে এসে মায়ের আশীর্বাদ নেন এবং পূজা অর্চনা করেন। একইসঙ্গে প্রসাদ প্রকল্পের অধীনে নব সংযোজিত অত্যাধুনিক অবকাঠামো ও ভক্ত-শ্রদ্ধালুদের সহায়তায় চালু হওয়া একাধিক পরিষেবার শুভ সূচনা করেন তিনি।প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধি।মাতাবাড়ির পবিত্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বাঁধভাঙ্গা জনস্রোত মাতাবাড়ির চত্বরে ভিড় করে প্রধানমন্ত্রীর ঝলক দেখার জন্য। হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ এদিন সরাসরি উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের অধীনে গড়ে ওঠা আধুনিক অবকাঠামো ও নতুন পরিষেবাগুলি চালু হওয়ায় মাতাবাড়ি এখন আরও আকর্ষণীয় ও দর্শনার্থীদের জন্য সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার জন্য এটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মনে করছেন পর্যটন মহল।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতাবাড়ি সফর শুধু উন্নয়নমূলক কর্মযজ্ঞের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি, বরং ভক্ত-শ্রদ্ধালুদের সঙ্গে তাঁর আন্তরিক যোগসূত্রও প্রকাশ পেয়েছে। মন্দির প্রাঙ্গণে তাঁর পূজা অর্চনার দৃশ্য উপস্থিত সকলের মনে গভীর আবেগের সঞ্চার করে।

