ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে ফের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের পণ্যে ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের আর্জি জানিয়ে শনিবার নেটো সদস্য দেশগুলিকে চিঠি দিয়েছেন।এর কয়েক ঘণ্টার মধ্যেই বেজিংয়ের জবাব আসে। স্লোভেনিয়া সফর থেকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই মন্তব্য করেন—“চিন কখনও যুদ্ধের পরিকল্পনাও করে না, যুদ্ধে যোগদানও করে না। যুদ্ধ সমস্যার সমাধান নয়, বরং বিধিনিষেধই সমস্যাকে আরও জটিল করে তোলে।”

