বেঙ্গালুরু-বারাণসী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে এক অদ্ভুত ঘটনা ঘটল । মাঝ-আকাশে এক যাত্রী বারবার ককপিটের দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় বিমানে।বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হয়নি। আসলে ওই যাত্রী শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলেন। কিন্তু ভুল করে শৌচাগারের দরজা ভেবে ককপিটের দরজা খোলার চেষ্টা করেন।আইএক্স-১০৮৯ নম্বর বিমানটি সোমবার সকাল ৮টা নাগাদ বেঙ্গালুরু থেকে ছাড়ে এবং সাড়ে ১০টা নাগাদ বারাণসীতে অবতরণ করে। ঘটনার সময় উপস্থিত বিমানকর্মীরা দ্রুত যাত্রীর ভুল শুধরে দেন এবং পরিস্থিতি সামলে নেন।

