চলতি এশিয়া কাপে ইতিমধ্যেই দু’বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান—প্রথমে গ্রুপ পর্বে, পরে সুপার ফোরে। তবে ফাইনালেও আবার মুখোমুখি হওয়ার আশা করছেন পাকিস্তানের ওপেনার সাহিবজ়াদা ফারহান। যদিও প্রকাশ্যে ভারতের নাম নেননি তিনি।মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে ফারহান বলেন, “আমাদের খেলার ধরণ এবং ব্যাটারদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ছেলেরা আত্মবিশ্বাসী। পিচটাও খুব ভাল ছিল, বল সহজে ব্যাটে আসছিল। যেহেতু পরের ম্যাচটা মরণ-বাঁচন লড়াই, তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।”ভারতের বিরুদ্ধে ভাল ব্যাট করেছিলেন ফারহান, করেছিলেন অর্ধশতরান। পাকিস্তানকে ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ—এই দুই দলকে হারাতেই হবে। ওপেনারের মতে, পাকিস্তানের সেই সামর্থ্য আছে।ফারহান আরও বলেন, “আগের ম্যাচগুলোয় আমরা পাওয়ার প্লে কাজে লাগাতে পারিনি। শুরুতেই কয়েকটা উইকেট হারানোয় চাপ বেড়েছিল। ভারতের বিরুদ্ধে ফখর জ়মান বাদে কেউ আউট হয়নি। প্রথম ১০ ওভারে ৯০ রান তোলা খারাপ নয়। মাঝের দিকে কিছুটা ধস নামলেও আশা করছি, দ্রুত সেটা কাটিয়ে উঠব।”

