শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১৩৩ রানে আটকে দিয়েছিল পাকিস্তান। ম্যাচটা সহজেই জেতার কথা ছিল সলমন আলিদের দলের। কিন্তু ব্যাট হাতে বার বার বিপর্যয় ডেকে এনে সেই সহজ কাজটাই কঠিন করে তোলে পাকিস্তান।ওপেনার শাহিবজ়াদা ফারহান ও ফখর জ়ামান ভালো শুরু করলেও ফারহান (১৫ বলে ২৪) আউট হতেই ধস নামে। শ্রীলঙ্কার স্পিন জুটি মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসরঙ্গার ঘূর্ণিতে ফেরেন জ়ামান (১৭), সাইম আয়ুব (২) ও সলমন (৫)। একসময়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫৭ রানে ৪ উইকেট।সেখান থেকে হাল ধরেন হুসেন তালাত ও মহম্মদ নওয়াজ়। তালাত ৩০ বলে অপরাজিত ৩২ রানের লড়াকু ইনিংস খেলেন ৪টি চারের সাহায্যে। অন্যদিকে নওয়াজ় ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। ষষ্ঠ উইকেটে তাদের জুটিই পাকিস্তানকে জয় এনে দেয়।শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফল ছিলেন থিকসানা (২৪ রানে ২ উইকেট) ও হাসরঙ্গা (২৭ রানে ২ উইকেট)। চামিরা পান ৩১ রানে ১ উইকেট।

