গ্রুপ পর্বে দেখা গিয়েছিল, ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে অনেক আলোচনা শুরু হয়।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি বৈঠক করেছেন আইসিসি-র সিইও সংযোগ গুপ্তের সঙ্গে। এরপর পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা ও কোচ মাইক হেসনের সঙ্গেও বৈঠক হয়েছে। সেখানে আইসিসি থেকে পাকিস্তান ক্রিকেটারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—সুপার ফোরের ম্যাচেও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে যেন তাঁরা করমর্দন না করেন।অর্থাৎ, রবিবারের ম্যাচেও ভারত–পাকিস্তান ক্রিকেটারদের করমর্দন দেখা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

