ওড়িশায় ট্রাফিক কনস্টবেল স্ত্রীকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাচক্রে, অভিযুক্তও এক জন পুলিশকর্মী। কেওনঝরের একটি জঙ্গল থেকে ট্রাফিক পুলিশকর্মীর দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, মৃতার নাম শুভমিত্রা সাহু। পারাদ্বীপের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি ভুবনেশ্বরে থাকতেন। সেখানেই তিনি ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ভুবনেশ্বরে থাকাকালীন শুভমিত্রা গোপনে বিয়ে করেন দীপক রাউত নামে এক ব্যক্তিকে। তিনিও পুলিশে কর্মরত। গত ৬ সেপ্টেম্বর কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভমিত্রা। কিন্তু আর ফিরে আসেননি। দু’দিন ধরে তাঁর খোঁজ না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন শুভমিত্রার মা।

