প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে আগরতলার আইজিএম হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বহু স্বেচ্ছাসেবক অংশ নিয়ে রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি, বড়দোয়ালী যুব মোর্চার সভাপতি পদ্মনব সাহা সহ অন্যান্য পদাধিকারীরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রয়োজনে রক্তদান এক মহৎ উদ্যোগ এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে সামাজিক দায়িত্বে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

