15.2 C
Agartala

রাজ্যের প্রথম অর্গানিক পণ্যের স্টলের উদ্বোধন

Published:

রাজধানী আগরতলার শিশু বিহার সংলগ্ন কৃষি ভবনের সামনে রাজ্যের প্রথম অর্গানিক পণ্যের স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী রতন লাল নাথ।নিজ পকেট থেকে অর্গানিক সবজি ক্রয় করে মন্ত্রী উদ্বোধনকে আরও অর্থবহ করে তোলেন। স্বাস্থ্য সচেতন মানুষের চাহিদাকে সামনে রেখে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এই স্টল চালু করেছে।রাজ্যে অর্গানিক চাষের জমির পরিমাণ বাড়ানো এবং উৎপাদিত পণ্য দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ইতিমধ্যেই ফার্মার প্রোডিউস কোম্পানিগুলি কাজ করছে। রাজধানী শহরে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ড. ফনি ভূষণ জমাতিয়া, এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -