15.2 C
Agartala

বিশ্বকর্মা পূজার আগে বাজারে ভিড়, বাড়তি দামে হতাশ ক্রেতারা

Published:

আগামীকাল বিশ্বকর্মা পূজা। পূজাকে ঘিরে রাজ্যের বাজারগুলিতে এখন সাজ সাজ রব। সর্বত্রই চোখে পড়ছে বিশ্বকর্মার মূর্তির দোকান। ছোট থেকে বড়, মাঝারি আকারের মূর্তি সারি সারি সাজিয়ে রেখেছেন শিল্পী ও ব্যবসায়ীরা। তবে এ বছর উৎসবের আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে দুশ্চিন্তাও।মূর্তি বিক্রেতাদের দাবি, কাঁচামালের দাম এবং শ্রমিকের মজুরি আগের বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। ফলে মূর্তির দামও বেড়েছে কয়েকগুণ। ব্যবসায়ীদের কথায়, “আমরা চাই সবাই খুশি মনে মূর্তি কিনে পূজা করুন, কিন্তু বাড়তি খরচ আমাদেরও মাথাব্যথার কারণ।”ক্রেতাদের বক্তব্য, আয় না বাড়লেও প্রতিনিয়ত বাড়ছে বাজারদর। তবুও পূজা মানেই ভক্তি ও আনন্দ—তাই দাম নিয়ে হতাশা থাকলেও অনেকে পরিবার নিয়ে মূর্তি কিনতে ভিড় জমাচ্ছেন দোকানে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -