15.2 C
Agartala

নাগিন ডার্বি’তে জয় শ্রীলঙ্কার, ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশের ব্যাটিং, ৬ উইকেটে হার লিটনদের

Published:

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জিতলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে সংশয় ছিলই। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই দুর্বলতাই প্রকট হয়ে উঠল। স্পিনারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের টপ অর্ডার। লড়াই করেন শুধু জাকের আলি ও শামিম হোসেন।আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১৩৯ রান। জবাবে শ্রীলঙ্কা মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। অর্ধশতরান করেন পাথুম নিসঙ্কা। ফলে গ্রুপ পর্বে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতেই হবে বাংলাদেশকে।ক্রিকেটবিশ্বে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ পরিচিত ‘নাগিন ডার্বি’ নামে। ২০১৮-য় নাজমুল ইসলামের ‘নাগিন ডান্স’ উদযাপনের পর থেকেই এই নামকরণ। শনিবারের ম্যাচে অবশ্য নাটকীয়তা ছিল না, শ্রীলঙ্কা কার্যত একপেশে লড়াইয়েই ছিনিয়ে নিল জয়।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -