গোটা দেশের সাথে রাজ্যে ও পালিত হলো ৫৮ তম প্রকৌশলী দিবস। সোমবার আগরতলা পূর নিগমের সমস্ত ইঞ্জিনিয়ারদের উদ্যোগে পালিত হলো এই দিবসটি। এদিন পড়ন্ত দুপুরে পুর নিগমের কনফারেন্স হলে দারুন এক পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো ৫৮ তম ইঞ্জিনিয়ারিং দিবস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ডেপুটি কমিশনার সুব্রত ভট্টাচার্য, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দেব চক্রবর্তী সহ বেশ কয়েকজন মহিলা কর্পোরেটররা। করপোরেটররা হলেন সম্পা সেন, রত্না দত্ত, জয়া ধানুক, শান্তনা সাহা।সঙ্গে ছিলেন পুর নিগমের সমস্ত ইঞ্জিনিয়াররা। অনুষ্ঠানে মুল কেন্দ্রবিন্দু ছিলো প্রকৌশলী দিবসকে ঘিরে পুর নিগমের ইঞ্জিনিয়ারদের সামাজিক দায়বধ্যতা। এদিন পুর নিগমের কনফারেন্স হলে দুঃস্থ মহিলাদের মধ্যে করা হলো বস্ত্র বিতরণ। একই সঙ্গে বেশ কিছু অনাথ শিশুদের মধ্যে স্কুলের ব্যাগ বিতরণ করা হলো। মেয়র সাহেব সহ উপস্থিত প্রত্যেক অতিথিরা একে একে মহিলা এবং শিশুদের হাতে বস্ত্র ও ব্যাগ তুলে দিলেন। বক্তব্য রাখতে গিয়ে মেয়র সাহেব, এই দিবসটির তাৎপর্য সবার সামনে তুলে ধরলেন। একই সঙ্গে দেশ তথা রাজ্যের ইঞ্জিনিয়ারদের ও ভুয়সী প্রশংসা করলেন। পুজোর প্রাক মুহূর্তে আগরতলা পূর নিগমের ইঞ্জিনিয়ারদের এই আয়োজনের প্রশংসা করলেন সকলেই।

