ত্রিপুরা বিজ্ঞান সভার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সঞ্জয় ব্যানার্জি স্মৃতি এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিহির দেব, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী, বিজ্ঞান সভার পক্ষ থেকে ড. প্রাণতোষ রায়, প্রমোদলাল ঘোষ, আল্পনা সেনগুপ্ত সহ আরও অনেকে।জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে এওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা বিজ্ঞান সভার সম্পাদক পান্না চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

