20 C
Agartala

কিসানগঞ্জে ধৃত নেপালের জেলবন্দি, বাড়ল নজরদারি

Published:

নেপালের অশান্তির সুযোগে জেল ভেঙে কয়েক হাজার বন্দি পালিয়েছে। কয়েক জন ইতিমধ্যে ধরা পড়ছে উত্তরপ্রদেশ, বিহার সীমান্তে। এসএসবি এবং পুলিশ সূত্রে খবর, নেপালে অস্থির পরিস্থিতির সুযোগে ওই মহিলা বন্দি জেল পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -