ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চরমে। বুধবার সকাল থেকেই প্যারিস-সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে প্রশ্ন তোলেন—কেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন?অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পাল্টা বিক্ষোভকারীদের তরফে ইটবৃষ্টি শুরু হয়। ফলে রাস্তায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এপি-র খবরে জানা গেছে, সকাল থেকেই অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।‘সব অবরোধ করো’ স্লোগানে বিক্ষোভকারীরা অনলাইনে সংগঠিত হয়ে পথে নামেন। তবে এই আন্দোলনের কোনও সুস্পষ্ট নেতৃত্ব প্রকাশ্যে আসেনি। পরিস্থিতি সামাল দিতে রাজধানীসহ বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড। পুলিশের দ্রুত পদক্ষেপে বড় অশান্তি এড়ানো গেলেও বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে মিলেছে।

