20 C
Agartala

দেশে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়, গ্রেফতার ৫ সন্দেহভাজন আইএস জঙ্গি

Published:

ঝাড়খণ্ড ও দিল্লি থেকে বুধবার দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই ফের অভিযান চালিয়ে আরও তিন জনকে পাকড়াও করল পুলিশ। ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বুধবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল দিল্লি থেকে অফতাব এবং রাঁচি থেকে আশার দানিশ-কে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় তাঁদের কাছ থেকে আরও কয়েকজনের হদিস মেলে। এরপরই দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার যৌথ অভিযানে দিল্লি, মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়।পুলিশ সূত্রে খবর, দেশের একাধিক রাজ্যে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা চলছে। সেই সূত্র ধরেই চলছে জোরদার অভিযান।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -