নয়াদিল্লিঃ দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি পদে কে আসীন হবেন তা নির্ধারণে আজ ভোট দিচ্ছেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সংসদ ভবনের এফ-১০১ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগণনা শেষে মঙ্গলবারই ফলাফল ঘোষণা করা হবে।এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ সমর্থিত প্রার্থী ও মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। দুই প্রার্থীর মধ্যে বিজয়ীই হবেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উত্তরসূরি।মঙ্গলবার সকালেই সংসদ চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভোটদাতা হিসেবে ভোট প্রদান করেন।

