শুক্রবার দলীয় কর্মসূচিতে অখিলেশ জানান, ভোট চুরি বন্ধ না হলে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও। শাসক পরিবর্তনের দাবি তুলে রাজপথে নামতে পারে জনতা। যার ফলে হিংসা ছড়াতে পারে। অযোধ্যা এলাকায় সাম্প্রতিক একটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশ বলেন, ‘‘ওই উপনির্বাচনে ৫০০০ বহিরাগতকে এনে ভোট দেওয়ানো হয়েছিল।’’এর পরেই তাঁর মন্তব্য, ‘‘যদি এই ধরণের ভোট চুরি চলতে থাকে, তা হলে প্রতিবেশী দেশগুলির মতো রাজপথে গণবিক্ষোভ এখানেও দেখা যেতে পারে।’’ ভোট কারচুপি রুখতে নির্বাচন কমিশন সময়োচিত তৎপরতা দেখাচ্ছে না অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের উচিত ভোট যাতে চুরি না হয় তা নিশ্চিত করা। কারণ ভোট চুরি রোখার দায়িত্ব কমিশনেরই।’’

