15.2 C
Agartala

স্বর্ণ পাচার চক্রকে কেন্দ্র করে যুবক খুন সোনামুড়ায়

Published:

স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে খুন হলেন সোনামুড়ার এক যুবক। মৃতের নাম সুলেমান হোসেন (২২)। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী মহকুমা সোনামুড়ায়।ঘটনার তদন্তে নেমে সোনামুড়া থানার পুলিশ এন.সি. নগর গ্রামের বাসিন্দা রুকসানা বেগম নামের এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অভিযোগ, বাংলাদেশ থেকে পাচারকারীরা সীমান্ত বেড়ার ওপারে স্বর্ণের বিস্কিট ছুড়ে পাঠায়। রুকসানা বেগম এই স্বর্ণ বহনের সঙ্গে যুক্ত বলে দাবি মৃতের পরিবারের। তার মাধ্যমে সংগৃহীত স্বর্ণ আগরতলা হয়ে কলকাতায় পাচার হতো।পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণ এপারে পাঠানো হয়। ওই স্বর্ণ সংগ্রহের দায়িত্ব ছিল সুলেমানের। কিন্তু স্বর্ণ হাতে না পাওয়ায় তাকে টার্গেট করে পাচারচক্র। অভিযোগ, মঙ্গলবার রাতে ৪-৫ জন দুষ্কৃতী সুলেমানকে ডেকে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে সে মাকে ফোন করে জানায়, তাকে মারধর করা হচ্ছে। বুধবার সকালে তার মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমে যায় এলাকাবাসীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -