আগরতলা, সোমবারঃ রাজ্যের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামী দিনে জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন এবং রাজ্যগুলিকেও বিকাশের রোডম্যাপ প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন। সেই অনুযায়ী ত্রিপুরা ইতিমধ্যেই রোডম্যাপ প্রকাশ করে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।এদিন মুখ্যমন্ত্রী মোট ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং আরও পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য— ১০০ আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল ও ডায়েটের জন্য ৫০ আসন বিশিষ্ট হোস্টেল, যার উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া ৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটি চিলড্রেন পার্ক, একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়।এই সব প্রকল্পের জন্য মোট ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে— যার মধ্যে নারী ও শিশুদের কল্যাণও বিশেষভাবে অন্তর্ভুক্ত।

