20 C
Agartala

কুলগাঁওয়ে এনকাউন্টার, তিন জওয়ান জখম, নিহত এক জঙ্গি

Published:

সোমবার ভোরে জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে অন্তত তিন জন সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে।সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গুদার জঙ্গলে অভিযান চালাতে গেলে আচমকাই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানেরাও। এতে এক জঙ্গি নিহত হয়।ঘটনাস্থলে এখনও আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -