পশ্চিম জেলা রবিবার জৈব কৃষির পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম বজরালা ভিসি-তে হাচুক এফপিসি (Farmer Producer Company)-এর সদস্য কৃষকদের উদ্যোগে জৈব গোলমরিচের সমবায় বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, ত্রিপুরা অর্গানিক মিশনের মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা, বিএসি জিরানিয়ার চেয়ারম্যান সোভামণি দেববর্মা, কৃষি দপ্তরের পশ্চিম ত্রিপুরার উপ-পরিচালক অর. রঞ্জিত কুমার দাস এবং জিরানিয়ার কৃষি আধিকারিক সোমেন কুমার দাস।কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথের দূরদর্শী নেতৃত্বে, চলতি বছরে ত্রিপুরা অর্গানিক মিশনের উদ্যোগে পশ্চিম জেলার বিভিন্ন এফপিসি-এর মাধ্যমে মোট ৪০ কানি জমিতে জৈব গোলমরিচ চাষ শুরু হয়েছে।‘মসলার রাজা’ খ্যাত গোলমরিচ তার স্বাদ, ঔষধি গুণাগুণ এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাহিদার কারণে অত্যন্ত মূল্যবান। বিশেষত জৈব বাজারে এর বিপুল সম্ভাবনা রয়েছে, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের পাশাপাশি উন্নত বাজার সুবিধাও এনে দেবে।

