20 C
Agartala

রাশিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞার আভাস ট্রাম্পের, কিভে রুশ হামলার পর বাড়ল গুরুত্ব

Published:

রাশিয়ার বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি ইঙ্গিত দেন যে, রাশিয়ার উপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা চাপানোর জন্য তিনি প্রস্তুত। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করেছেন। এমনকি দু’দেশের রাষ্ট্রনেতাকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা হয়েছে বলেও খবর। তবে এখনও যুদ্ধবিরতির কোনও ইঙ্গিত মেলেনি।এমন পরিস্থিতিতেই রবিবার ইউক্রেনের রাজধানী কিভের সরকারি সচিবালয় (ক্যাবিনেট বিল্ডিং)-এ রুশ সেনার হামলা ঘটে। কিভে এই রুশ হানার পরেই ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

advertisement

পরবর্তী খবর

- Advertisement -